Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৃশংসতা-দুর্নীতির প্রতিবাদে ক্যামেরুনে পুলিশের ওপর জনগণের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৬ এএম

ক্যামেরুনে পুলিশ কর্মকর্তাদের উপর জনগণের হামলার ঘটনা বেড়ে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, নাগরিকরা পুলিশের নৃশংসতা এবং দুর্নীতির অভিযোগে পুলিশকে নিয়ে উপহাস এবং তাদের আঘাত করছে।
আঞ্চলিক প্রশাসনের মন্ত্রী পল আতাঙ্গা এনজি জানিয়েছেন, গত দুই সপ্তাহের মধ্যে কমপক্ষে ১৫টি ভিডিও সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে যেখানে দেখা যায়, বেসামরিক নাগরিকরা পুলিশের আদেশ প্রত্যাখ্যান করছে এবং পুলিশ কর্মকর্তাদের উপর আক্রমণ করছে।
দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, যে ধরনের আক্রমণ থেকে নাগরিকদের রক্ষা করার কথা পুলিশের পুলিশকেই সেই ধরণের আক্রমণের শিকার হতে হচ্ছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ এক চালককে তার গাড়ি তল্লাশি করতে চাইলে সে তা প্রত্যাখ্যান করে এবং পুলিশ কর্মকর্তাকে আঘাত করছে। তারপর পুলিশকে তার গাড়ির তলায় ফেলে দেয়। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু লোক তালি দিতে থাকে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন বেসামরিক নাগরিক একজন পুলিশ কর্মকর্তাকে কাঁধে তুলে নিয়ে ট্রাকের পিছনে ফেলে দিচ্ছে। দেশটির জনগণ মনে করে, পুলিশের বর্বরতা বা দুর্নীতির জন্য স্থানীয়রা প্রতিশোধ নিচ্ছে।
মানবাধিকার আইনজীবী ক্রিস্টফার এনডং অভিযোগ করে বলেন, যখন পুলিশের অত্যাচার এবং দুর্নীতির খবর জানানো হয় তখন ঊর্ধ্বতন সরকারি ও পুলিশ কর্মকর্তারা তদন্ত করেন না।
তিনি আরও বলেন, পুলিশ প্রায়ই লোকজনকে মারধর করে, নৃশংসভাবে আটক করে রাখে এবং নিরীহ লোকজনের কাছ থেকে ঘুষ আদায় করে।
এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তারা বলছেন, ক্যামেরুনের বেশিরভাগ কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত নন অথবা বেসামরিক জনগণের উপরে নির্যাতন চালান না। সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যামেরুন

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ