নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ড সফরে কঠিন সময় কাটানোর পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের গন্তব্য ভারত। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৭ বছর পর ভারতের মাটিতে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ। কন্ডিশনে ভিন্নতা না থাকলেও এ সফরটিতে মোটেও টাইগারদের জন্য সহজ হবে না তা মানছেন স্বয়ং টাইগার কোচ চান্ডিকা হাতুরুসিংহে নিজেই।
ভারত সফরে টাইগারদের ভালো কিছু করার জন্য দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। বিগত সফরগুলোর মতো ভুল না করে এ সফরে নিজেদের সেরাটা দিতে পারলে তবেই ভালো কিছু করা যাবে বলে ইঙ্গিত দেন সাবেক লঙ্কান এ ক্রিকেটার। ব্যাটসম্যানদের মাইন্ড সেট ও শট নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বুধবার সংবাদ সম্মেলনে ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কাজটা সহজ নয়। মাইন্ড সেট ও শট নির্বাচনের ব্যাপার। ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, কিছু অনুশীলন সেশন। যতটা পারা যায় প্রস্তুত হওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু ব্যাপারটা হলো- ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করব যত দ্রæত সম্ভব মানিয়ে নিতে।’
ব্যাটসম্যানদের শক্ত হাতে ভারতীয় স্পিনারদের মোকাবেলা করতে হবে বলে ছাত্রদের হুঁশিয়ারিও দিয়ে রাখেন হাতুরু। ভারতের বিশ্বমানের স্পিনার আছে, পিছিয়ে নেই বাংলাদেশও। তাই ভারত সফর নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় দলের কোচ।
শিষ্যদের প্রশংসা করে এসময় তিনি বলেন,‘তাদের অনেক ভালো সব স্পিনার আছে। অশ্বিন অনেক অভিজ্ঞ, র্যাংকিংয়ের এক নম্বর বোলার। আরও দুজন ভালো স্পিনার। তবে তার মানে এই নয় যে আমাদের স্পিনাররা ভালো নয়। আমাদের ওরাও স্কিলফুল। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। হ্যাঁ, ওরা বেশি অভিজ্ঞ। তার মানে এই নয় আমরা পিছিয়ে।’ সেই সাথে ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের নজর ভালো খেলে জয় ছিনিয়ে আনার দিকে উল্লেখ করে তিনি জানান, ‘স্বাভাবিকভাবেই জিতলে অবশ্যই ভালো লাগবে আমাদের। তবে ভারত সফরে গিয়ে খেলাটা খুব কঠিন। দেশের মাটিতে ওরা দারুণ দল। রেকর্ডই সেটি বলছে। তবে আমরাও আত্মবিশ্বাসী যে ভালো লড়াই করতে পারব। কারণ টেস্টেও আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।’
এদিকে, নিজেকে খুঁজে ফেরা সৌম্য সরকারও সেরাটা দেয়ার প্রহর গুনছেন। বেশ কিছুদিন ফর্মখরায় ভুগে নিউজিল্যান্ড সফরে দলের ব্যর্থতা ছাপিয়ে উজ্জ্বল ছিলেন অন্যদের তুলনায়। ভারত সফরেও ভালো খেলাই তার মূল লক্ষ্য, ‘ব্যক্তিগত লক্ষ্য তো একটাই, ভালো খেলতে হবে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করব দলকে কিছু দেয়ার জন্য। যেহেতু ভারতে এবারই আমাদের প্রথম, তো সবাই খুব রোমাঞ্চিত। চেষ্টা করব এটাকে স্মরণীয় করে রাখার জন্য। ভারতের মাটিতে প্রথম ম্যাচ মনে রাখার মত কিছু করতে চাই।’
স্বাগতিক হিসেবে ভারতের উপরই চাপ ভর করে বেশি, এমনটাই ভাবছেন সৌম্য, ‘এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, চেষ্টা করব কিছু যদি পাই। তাহলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর আমরাতো বাইরের কিছু পাবো না। আমাদের খেলেই কিছু নিতে হবে। চেষ্টা করব কিছু যদি আনতে পারি। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের চাপই বেশি। যদি আমি সুযোগ পাই তাহলে দল যেন জিতে এমন কিছু করার চেষ্টা করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।