Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সাংবাদিকের সঙ্গে ম্যাজিস্ট্রেটের অশালীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বেসরকারি ক্লিনিকগুলোতে ধর্মঘট পালন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় সাংবাদিকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অসৌজন্য মুলক আচরণ ও পেশাগত কাজে বাধা দেয়াসহ সাংবাদিকদের বিষয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়ায় সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সাংবাদিকদের এই বিক্ষোভ সমাবেশের সময় শহরের প্রাণকেন্দ্রে যানবাহন চলাচল বন্ধ থাকে। সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক সমাজ নিয়ে কুটক্তিকারী ও সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমুলক আচরণকারী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার অপসারণ দাবি করা হয়। অন্যদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টারগুলো ঘটনার প্রতিবাদে বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘট পালন করে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক শহরের কানছগাড়ি এলাকায় ফাতেমা জেনারেল হসপিটাল নামে একটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তার সঙ্গে র‌্যাব সদস্যরা ছিলো। অভিযানের বিষয়ে তথ্য নিতে এসএ টিভির স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ রহমান সেখানে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকষ্মিক ভাবে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। সাংবাদিকদের বিষয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যসহ ওই সাংবাদিককে আধা ঘন্টারও বেশি সময় বসিয়ে রাখেন। অনিয়মসহ সঠিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করায়, ওই ক্লিনিকের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই মোবাইল কোর্ট শাজাহানপুরের ম্যাক্স কেয়ার নামে অপর আরেকটি ক্লিনিকে অভিযান চালিয়ে অনিয়ম ও সঠিক চিকিৎসা কার্যক্রম না করায় ৪ লাখ টাকা জরিমানা করেন। এদিকে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ ও কুটক্তিসহ পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। দুপুরে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ অশোভন আচরণ, পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের নিয়ে কটুক্তিকারী ম্যাজিস্ট্রেটের দ্রত অপসারণে দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সমাবেশ শেষে দুপুরে সাংবাদিকরা মিছিল নিয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের নিকট ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে অপসারণ দাবি জানান। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, এবিষয়ে তিনি অবিলম্বে ব্যবস্থা নিবেন। অপরদিকে ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান জানিয়েছেন, এটা ভুলবোঝাবুঝি হয়েছে। অপর দিকে ক্লিনিক ডায়গনেস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন শহরের ঠনঠনিয়া এলাকায় সমাবেশ করে এবং অভিযোগ করে ম্যাজিস্ট্রেট ,মালিকসহ কর্তব্যরত চিকিৎসকসহ স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও অযৌক্তিক জরিমানা করেছেন। তারা ওই ম্যাজিস্ট্রেটের অবিলম্বে অপসারণসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এঘটনার পর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টারগুলো ধর্মঘট পালন করে। বগুড়া ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আলম নান্নু জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত বেসরকারি ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টার বন্ধ ছিল। সন্ধ্যায় অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক চলছে। বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ