Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

তৃতীয় রাউন্ডে বাংলাদেশের ১০ গলফার

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভালো সূচনা হয়নি বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমানের। আগের দিন কুর্মিটোলা গলফ ক্লাবে তিনজনের সঙ্গে যৌথভাবে ২৮তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করলেও গতকাল ঘুরে দাঁড়িয়েছেন তিনি। যৌথভাবে পঞ্চমস্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। শুধু তাই নয়, তিনিসহ স্বাগতিক বাংলাদেশের দশ গলফার পৌঁছে গেছেন আসরের তৃতীয় রাউন্ডে।
কাল কুর্মিটোলা গলফ কোর্সে পারের সমান শট খেলে সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি ও একটি বোগি করেন। দিন শেষে তিনি যুক্তরাষ্ট্রের গলফার ডজ কেমারের সঙ্গে যৌথভাবে পঞ্চমস্থানে রয়েছেন। এদিন সিদ্দিকুর ছাড়াও কাট-এর ওপর থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেন স্বাগতিক গলফার দুলাল হোসেন, সজীব আলি, জামাল হোসেন, মোহাম্মদ জিয়া, বাদল হোসেন, মোহাম্মদ নাজিম, সম্রাট শিকদার, আকবর হোসেন ও রবিন মিয়া। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে এটাই লাল-সবুজ গলফারদের সেরা সাফল্য। এর আগে দশজন একসাথে তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা পাননি। ২০১৫ সালে প্রথম আসরে সাত জন এবং গত বছর দ্বিতীয় আসরে পাঁচজন বাংলাদেশি গলফার তৃতীয় রাউন্ডে উঠেছিলেন।
প্রথম রাউন্ডে পারের সমান শট খেলেছিলেন দুলাল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে তিনি তিনটি বার্ডি, একটি ইগল ও চারটি বোগি করেন। ফলে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এক শট কম নিয়ে আট জনের সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে আছেন দুলাল।
জামাল দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও চারটি বোগি করেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন তিনি। দুই রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে চারজনের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে থেকে তৃতীয় রাউন্ডে উঠে এসেছেন এই গলফার। দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করে সব মিলিয়ে পারের সমান শট খেলে আরেক লাল-সবুজ গলফার সজীব উঠেছেন তৃতীয় রাউন্ডে। তবে ছিটকে পড়েছেন শাখাওয়াত সোহেল। গত আসরে ষষ্ঠ হওয়া এই গলফার দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট বেশি খেলে ছিটকে পড়েন।
তবে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে এককভাবে লিডারবোর্ডের শীর্ষস্থান ধরে রাখেন থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানানোন্দ। দশ শট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ভারতের শুভঙ্কর শর্মা। তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের ১৩২ জন গলফার অংশ নিচ্ছেন। এশিয়ান ট্যুর স্বীকৃত এ আসরে স্বাগতিক বাংলাদেশের ৩৩ জন পেশাদার ও ছয় অ্যামেচার গলফার খেলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ