Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় ‘ম্যাজিক মাইক’ ফিল্মে সালমা হায়েক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

‘ম্যাজিক মাইক’ সিরিজের আসন্ন পর্ব ‘ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স’-এ ট্যান্ডিউই নিউটনের স্থলাভিষিক্ত হয়েছেন সালমা হায়েক। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ‘ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স’-এর প্রিমিয়ার হবে এইচবিও ম্যাক্সে। নিউটন জানিয়েছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি ফিল্মটি থেকে সরে এসেছেন। নির্মাতা স্টিভেন সোডারবার্গ সিরিজের পরিচালক হিসেবে আবার মেগাফোন হাতে নিচ্ছেন। প্রথম পর্ব (২০১২) পরিচালনার পর ২০১৫’র ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’ তিনি পরিচালনা থেকে বিরত থাকেন যেটি পরিচালনা করেন গ্রেগরি জেকবস। আগের দুই পর্বের চিত্রনাট্যকার এই পর্বের চিত্রনাট্য লিখছেন। লন্ডনে ফিল্মটি প্রাথমিক নির্মাণ শুরু হয়েছে। প্রথম দুই পর্বে একটি নারীদের জন্য সীমিত নাইটক্লাবের পুরুষ স্ট্রিপার মাইক লেনের ভূমিকায় অভিনয় করেন চ্যানিং টেটাম। ২০১৭ পর্যন্ত প্রথম দুই পর্ব ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। এই ফ্র্যাঞ্চাইজের ওপর ভিত্তি করে ‘ম্যাজিক মাইক লাইভ’ স্টেজ শো মঞ্চায়িত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয় ‘ম্যাজিক মাইক’ ফিল্মে সালমা হায়েক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ