Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বেড়েছে ঋণ ও আমানতের সুদের হার

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঋণ ও আমানতের সুদের হার (স্প্রেড) বেড়েছে। গত ডিসেম্বরের মধ্যে ২৩ ব্যাংকে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে বেসরকারি ও বিদেশি খাতের অন্তত ১০টি ব্যাংক এ নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়েছে। এছাড়া এ সময়ে নতুন করে আরও ৫টি ব্যাংকের স্প্রেড নির্ধারিত সীমা অতিক্রম করেছে। বারবার তাগাদা দেয়া সত্তে¡ও ব্যাংকগুলো স্প্রেড নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে না আনায় সম্প্রতি ‘স্প্রেডকে’ সংশ্লিষ্ট ব্যাংকের ক্যামেলস রেটিংয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে নির্দিষ্ট সময়ান্তে যে সব ব্যাংকের স্প্রেড সীমা অতিক্রম করবে, তাদের ক্যামেলস রেটিং নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে। বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে ঋণের সুদহার এক অঙ্কের ঘরে নামানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি অনুযায়ী, ঋণের সুদহার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর মাসে নির্ধারিত সীমার বাইরে থাকা ২৩ ব্যাংকে চিঠি দিয়ে স্প্রেড কমানোর নির্দেশনা দেয়া হয়। ঐ নির্দেশনা অনুযায়ী, ১৪ ব্যাংককে ৩০ সেপ্টেম্বর, ৬ ব্যাংককে ৩০ অক্টোবর, ১টি ব্যাংককে ৩০ নভেম্বর ও দুটি ব্যাংকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে ওই নির্দেশনা পরিপালন করেনি ১০টি ব্যাংক। এরমধ্যে বেসরকারি ও বিদেশি খাতের ৫টি করে ব্যাংক রয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর শেষে তালিকায় থাকা ১০টি ব্যাংকই তাদের স্প্রেড ৫ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ডিসেম্বর শেষে এ তালিকার বাইরে আরও ৫টি ব্যাংকের স্প্রেড নির্ধারিত সীমার বাইরে রয়েছে। সার্বিকভাবে আমানতের সুদের পাশাপাশি ঋণের সুদহার কমতে থাকায় ব্যাংকিং খাতে ডিসেম্বর শেষে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেড়েছে

৩ অক্টোবর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ