Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানের শিল্পোৎপাদন আগস্টে বেড়েছে ২.৭%

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে জুলাইয়ের তুলনায় শিল্পোৎপাদন বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। কাঁচামালের ঘাটতি কমানোর মাধ্যমে কভিড-১৯ মহামারীপূর্ব স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার হওয়ায় দেশটিতে শিল্পোৎপাদন বেড়েছে। খবর কিয়োডো নিউজ। জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ২০১৫ সালের ১০০ বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্পকারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদনসূচক বেড়ে ৯৯ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক অনুযায়ী ওই মাসে দেশের শিল্পোৎপাদন মাঝারি আকারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগের মাসে শিল্পোৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছিল। সরকারি এক কর্মকর্তা বলেন, আগস্টের সূচকটি ২০২০ সালের জানুয়ারিতে নিবন্ধিত ৯৯ দশমিক ১ পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে প্রাক-মহামারী স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জুলাইয়ে সংশোধনের পরও দেশটির শিল্পোৎপাদন দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এর আগে জুনে চীনা সরকার নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন তুলে দেয়। ফলে কাঁচামাল সরবরাহে ঘাটতি কমে আসায় আগস্টে জাপানের শিল্পোৎপাদন বৃদ্ধি পায়। দেশটির অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সমীক্ষায় ১৫টি শিল্পকারখানা অংশ নেয়। কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানের শিল্পোৎপাদন আগস্টে বেড়েছে ২.৭%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ