প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক আসিফ বহু অপেক্ষার পর বিশিষ্ট গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান পেয়েছেন। গানটির কথা উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম/খোলা রয়ে যায় ভুলে। জঙ্গীর গান গাইতে পেরে খুবই উচ্ছ¡সিত আসিফ। তার এই উচ্ছ¡াস প্রকাশ পেয়েছে ফেসবুকে লেখা স্ট্যাটাসে। তিনি লিখেছেন, আমার বড় খালার (প্রফেসর জাহানারা মুন্সী) দ্বিতীয় সন্তান বিভানুর মুন্সী হলেন জঙ্গী ভাইয়ের স্ত্রী। আবছা খেয়াল আছে, আমাদের পরিবারে প্রথম ইয়ে করে বিয়ে। এলআরবি আত্মপ্রকাশ করে ‘এক দিন ঘুম ভাঙা শহরে’ গানটি দিয়ে, চারিদিকে মাতামাতি শুরু হলো। গর্ব করে বলতাম, আমার দুলাভাইয়ের লেখা গান। তবে তার গান গাওয়ার সুযোগ হয়নি আমার। ফ্যামিলি পার্টিতে দেখা হলেই লিরিক চাইতাম, তিনি দেননি। পরে এও বললাম, গায়ক হিসেবে না দেন, অন্তত শালা হিসেবে দেন। তবুও চক্করে পড়ে গেলাম। কিছুদিন আগে বিভু আপার বাসায় ভাই-বোনদের পার্টি ছিল। হঠাৎ করেই একটা লিরিক দেখালেন তিনি। বললেন, মিঠু (আমার ডাকনাম) এই গানটা গাইবা নাকি! রেনেসাঁ, এলআরবি, সোলস ব্যান্ডসহ অনেক সলো শিল্পীর জন্য লিখেছেন জঙ্গী। তার লেখা বেশকিছু গান কাল জয় করেছে। এর মধ্যে একদিন ঘুম ভাঙা শহরে, সময় যেন কাটে না, ভালোবাসি ঐ সবুজের মেলা, হৃদয় কাঁদামাটির কোনো মূর্তি নয়, দখিনা হাওয়ায় ঐ তোমার চুলেসহ আরো অনেক জনপ্রিয় সব গান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।