Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা দশে ফেদেরার

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বয়স হলেও জাত পাল্টে যায়নি! সুইস তারকা রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবারও প্রমাণ করেছেন কেন তাকে কিং অব টেনিস বলা হয়! ১৮তম গ্র্যান্ড ¯øাম জয়ের সাথে সাথে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ফেদেরারের। সেরা দশে উঠে এসেছেন এক সময় রেকর্ড টানা ২৩৭ সপ্তাহ টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সুইস ম্যাস্ট্রো। ১৭তম স্থানে থেকে অস্ট্রেলিয়া ওপেনে অংশ নিয়েছিলেন ফেদেরার। বাকিটা তো ইতিহাস। সাফল্যের সিঁড়ি বেয়ে ফেদেরার দ্রæতই উপরে উঠে আসেন। চিরপ্রতিদ্ব›দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে সোনালি শিরোপা নিজের শোকেসে তোলেন। পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতিও হয়েছে ফেদেরারের।
শুধু ফেদেরারই নয়, তিন ধাপ এগিয়েছেন রানার্সআপ হওয়া স্পেন তারকা নাদালও। তবে শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে আছেন শীর্ষে। ১৭১৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।
তবে এমন সুখের সময় একটি খবর বেশ পীড়া দিচ্ছে ফেদেরারকে। অস্ট্রেলিয়ান ওপেন জিততে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে! সুইস তারকার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সাবেক উইম্বলডন জয়ী প্যাট ক্যাশ। ফাইনালের খেলায় পঞ্চম সেটে চিকিৎসা বিরতি নিয়েছিলেন ফেদেরার। আর এই বিরতিকেই ‘বৈধ প্রতারণা’ বলে দাবি করেছেন বিবিসি রেডিও ফাইভে কর্মরত সাবেক এই তারকা। তার দাবি ঠিক এরকম, ‘এটা এক ধরনের প্রতারণাই। আর এটাকে বৈধতাও দেওয়া হচ্ছে। বলতে গেলে বৈধ প্রতারণা। তবে এটা একদমই ঠিক নয়।’
সুইস তারকা ফেদেরার চিকিৎসা বিরতি সেভাবে নেন না। এমন দাবি করেছেন ফেদেরার নিজেই। সেমিফাইনালে একবার নিলেও সেটি তার স্বদেশি তারকা একবার নেওয়ার পরই নেন তিনি। আর সেই ফেদেরারই প্রতারণার অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘দ্বিতীয় রাউন্ড থেকেই আমার পায়ে সমস্যা হচ্ছিল, ব্যথা পাচ্ছিলাম। আর যা কিছু হচ্ছে সেটা বাড়িয়েই বলা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ