বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর আরও ৪৯ জন নারী-পুরুষ মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) সকালে রাজশাহী মহানগরীর চরশ্যামপুর এলাকায় মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করে মাদক ব্যবসা পরিত্যাগের ঘোষণা দেন। চরশ্যামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ওই এলাকার ৪৯ জন নারী-পুরুষ মাদক ব্যবসা পরিত্যাগের ঘোষণা দিলে আরএমপি কমিশনার তাদের নগদ অর্থ ও সেলাই মেশিন দিয়ে তাদের পুনর্বাসন করেন।
এ সময় তিনি বলেন, যারা খারাপ পথ থেকে ফিরে এসেছে তাদের পুনর্বাসনের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আর যারা এই খারাপ পথ থেকে ফিরে আসবে না তাদের বিরুদ্ধেও সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির উপ-কমিশনার আমির জাফর। এ সময় অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম, মতিহার থানার ওসি হুমায়ুন কবীর, কাটাখালী পৌরসভার সভার মেয়র আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স¤প্রতি পুলিশের দুটি অনুষ্ঠানে নগরীর প্রায় শতাধিক নারী-পুরুষ মাদক ব্যবসা পরিত্যাগের ঘোষণা দেন। পুলিশের পক্ষ থেকে তাদেরও পুনর্বাসন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।