Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের বিমান ভাড়া ১২শ’ ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখুন -তাহফিজে হারামাইন পরিষদ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের বিমান ভাড়া ১২শ’ মার্কিন ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে তাহফিজে হারামাইন পরিষদ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী। তিনি বলেন, সরকার এ বছর হজযাত্রীদের নিট বিমান ভাড়া ১৫শ’ ডলার নির্ধারণ করেছে, যা অযৌক্তিক ও অন্যায়। বর্তমানে ঢাকা-জেদ্দা যাওয়া-আসা নিট বিমান ভাড়া ৫১ হাজার ২শ’ টাকা। আর ১৫শ’ ডলার সমান বাংলাদেশি টাকা ১ লাখ ৩০ হাজার ২শ’ ৫০ টাকা। এতে এবার হজ মৌসুমে হজযাত্রীদেরকে অতিরিক্ত বিমান ভাড়া দিতে হবে ৭৯ হাজার ৫০ টাকা। তাছাড়া সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ গতবারের তুলনায় এবার ১৪ থেকে ২১ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে হজযাত্রীদের আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক সভায় সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী একথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আবুল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আনসারী, মুফতি জিয়াউল হক মজুমদার, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, আলহাজ মুহাম্মাদ আবুল খায়ের, আলহাজ সুলতান আকন, মুফতী কাজী জামালুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি আরো বলেন, বেসরকারী ব্যবস্থাপনায়ও এবার হজে যাওয়ার মৌলিক খরচ বৃদ্ধি করা হয়েছে। কাজেই বাংলাদেশের অধিকাংশ হজযাত্রীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বিমান ভাড়াসহ অন্যান্য খরচ কমানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিষদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ