Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনে জিতল ইস্ট জোন

ডাবল হয়নি নাঈমের ০ শততম ম্যাচে রাজের ৫ উইকেট

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিসিএল’র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের শুরুটা হয়েছে হতাশার। তাদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনেই ম্যাচ জয়ের আবহটা তৈরি করেছিল ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে আবুল হাসান রাজু (৩/৪২)ও সাকলায়েন সজীবের (৩/৩৯) বোলিংয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনকে ১৯৮ রানে গুড়িয়ে দেয়ায় চতুর্থ ইনিংসে ৫৬ রানের টার্গেট পাড়ি দিতে বেগ পেতে হয়নি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক দিন হাতে রেখেই ৯ উইকেটে জিতে বিসিএল’র এই অসরটি শুরু করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ২ দিন প্রাইম ব্যাংক সাউথ জোনের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে এদিন হতাশ হয়েছেন নাইম ইসলাম। দ্বিতীয় দিন শেষে ১৭৬ রানে অবিচ্ছিন্ন থেকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা নাইম ইসলামের স্বপ্ন ভঙ্গ হয়েছে এদিন। ২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন ৯ রানে গেছেন থেমে। বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজের বলে বোল্ড আউটে ভেঙে গেছে তার স্বপ্ন। এদিন বিসিবি নর্থের শেষ ২ উইকেট পকেটে পুরে প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন রাজ। শততম ম্যাচে পেয়েছেন তিনি ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে পৌঁছে গেছেন সাড়ে ৪শ’ উইকেটের মাইলফলকে।
রাজ্জাকের দিনে বিসিবি নর্থের ৪৯২’র জবাব দিতে এসে তৃতীয় দিন শেষে প্রাইম ব্যাংক সাউথ জোনের স্কোর ২৯৪/৪। এখনো পিছিয়ে আছে তারা ১৯৮ রানে। প্রাইম ব্যাংক সাউথ জোনের ওপেনার ফজলে রাব্বী এদিন উদযাপন করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ম সেঞ্চুরি। অবিচ্ছিন্ন আছেন এই ওপেনার ১২১ রানে। সিলেট বিভাগীয় ব্যাটসম্যানদের দাপটে বোলাররা যেনো বড় অসহায়। এই তিন দিনে পড়েছে মাত্র ১৩টি উইকেট। বিসিবি নর্থের বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজ এদিন শিকার করেছেন ৩ উইকেট (৩/৮১)।
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাংক ইস্ট জোন
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ২২৪/১০(৬৫.২ ওভার), তাইবুর রহমান ২২, তানবীর ২৬, মোশারফ রুবেল ৪৬ *, শরীফ ৪৪, এবাদত ২/৪৭, আবু জায়েদ রাহি ৫/৩৭, সফিউদ্দিন ১/৩৮, সাকলায়েন সজীব ২/৪৩।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস : ৩৬৭/১০, ৮৮.৩ ওভার, লিটন দাস ২১৯, মেহেদী মারুফ ৪১, তাসামুল ৩৮, আবুল হাসান রাজু ৪০, শুভাগতহোম ৫/১০১, তাইবুর রহমান ৩/৫০।
ওয়ালটন সেন্ট্রাল জোন ২য় ইনিংস : ১৯৮/১০,৭৭.৫ ওভার (২য় দিন শেষে ৬৫/১, ১৮.০ ওভার), সামছুর শুভ ৫১, রকিবুল ৩০, মার্শাল আইয়ুব ৩৫, রাহি ২/৪৮, এবাদত ২/৪০, আবুল হাসান রাজু ৩/৪২, সাকলায়েন সজীব ৩/৩৯।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ২য় ইনিংস : ৫৭/১ (১৩.৪ ওভার), লিটন দাস ৬, মেহেদী মারুফ ১৪*, জাকির ৩৩*, সামছুর রহমান শুভ ১/১৬।
ফল : ইসলামী ব্যাংক ইস্ট জোন ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : লিটন দাস (ইসলামী ব্যাংক ইস্ট)।
প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন
বিসিবি নর্থ জোন ১ম ইনিংস : ৪৯২/৯ডি. (২য় দিন শেষে ৪৭৪/৭,১৮৪.০ ওভার, নাইম ১৭৬ ব্যাটিং, রাজ ৩/১৭৪) জহুরুল অমি ৬৫, ফরহাদ হোসেন ৪৩, নাইম ১৮৫, নাসির ৩৯, জিয়াউর ১/৪৩, আবদুর রাজ্জাক ৫/১৮৫, সোহাগ গাজী ২/১০৫, নাজমুল অপু ১/৮৬।
প্রাইম ব্যাংক সাউথ জোন ১ম ইনিংস : ২৯৪/৪ (৮০.০ ওভার), শাহরিয়ার নাফিস ৪২, ফজলে রাব্বী ১২১ (ব্যাটিং), তুষার ইমরান ৪৭, মিঠুন ৩০, মোসাদ্দেক ৩৪, তাইজুল ৩/৮১, সোহরাওয়ার্দি শুভ ১/৬৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ