Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাফ ট্যুরিজম পার্কের কাজ শেষ হবে ২০১৮ সালেই -বেজা চেয়ারম্যান

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ : টেকনাফের নাফ ট্যুরিজম পার্ক ও সাবরাং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করলেন বেজা‘র চেয়ারম্যান পবন চৌধুরী। ২৯ জানুয়ারি সকালে জালিয়ারদ্বীপ ও সাবরাং ট্যুরিষ্ট পার্ক পরির্দশনে আসেন। সকাল ১০টায় হোটেল নে টংয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রতিনিধিদলে ছিলেন বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব, বেজার মহাব্যবস্থাপক এস এম নুরুল আলম, বেজা প্রকল্পের সোশ্যাল ¯েপশালিস্ট মোহাম্মদ আবদুল কাদের খান ও বেজার সহকারী প্রকৌশলী রুহুল আমিন চন্দন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, সহকারী কমিশনার (ভ‚মি) তুয়ার আহমদ ও জেলা পল্লীবিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক নুর আজম মজুমদার।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আজ বাস্তবায়নাধীন নাফ ট্যুরিজম পাক প্রকল্পে ফলক স্থাপন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে জালিয়ার দিয়ার মাটি ভরাট ও বিদ্যুৎতের কাজ শেষ করা হবে। ২৭১ দশমিক ৯৩ একর জমিতে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অবকাঠামো নির্মাণ করার পর ২০১৮সালেই নাফ ট্যুরিজম পার্কের কাজ শেষ হবে। পরে জালিয়ারদ্বীপ এলাকায় ফলক উম্মোচন করা হয়। প্রতিনিধি দলটি জালিয়ারদ্বীপ ও সাবরাং অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাফ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ