Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পন্ড ম্যাচ জিতলো অগ্রণী ব্যাংক

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গত ২৫ জানুয়ারী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের অগ্রণী ব্যাংক ও উদয়াচলের ম্যাচটি পন্ড হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর হুমকি-ধমকিতে। টসের পরই কয়েকজন এসে আম্পায়ার রফিকুল ইসলাম ও শাহ আলমকে উদয়াচল ক্লাবকে জেতানোর জন্য হুমকি দিতে থাকেন বলে সে সময় অভিযোগ ওঠে। এ ঘটনায় তাৎক্ষনিক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। সেই ম্যাচটিই গতকাল ১২৯ রানে জিতে নিল অগ্রণী ব্যাংক। ভেন্যু ও আম্পায়ার পাল্টে গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর তাতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক। সফর আলী একাই ৪৬ রান দিয়ে নেন ৫ উইকেট। জবাবে ৩০.৩ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় উদয়াচলের ইনিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পন্ড

১ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ