মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাসিত কাশ্মীরি পন্ডিতরা নিজ ভূখন্ডে প্রত্যাবর্তনের দাবি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি বৈঠকে বসার আহবান জানিয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে নির্বাসিত কাশ্মীরি পন্ডিতরা এই দাবি জানান। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি বলিদান দিবসের প্রাক্কালে কাশ্মীরি পন্ডিতরা এক ওয়েবিনারে অঞ্চলটির শহীদদের স্মরণ করেন। কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনদের স্মরণ করতে ওয়েবিনারে উপস্থিত ছিলেন। ওয়েবিনারটিতে ভারতের জম্মু, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কানাডা, কেপটাউন ও ইংল্যান্ডে বসবাসকারী কাশ্মীরি পন্ডিতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকরা বলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নির্বাসিত সাত লক্ষাধিক কাশ্মীরি জনগোষ্ঠী তাদের নিজস্ব শর্তে স্বদেশে ফিরে আসতে আগ্রহী। বিবৃতিতে বলা হয়েছে, পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে কাশ্মীরি উপত্যকার মাটিতে পোঁতা রয়েছে আমাদের শিকড়। কাশ্মীরে রয়েছে আমাদের অস্তিত্ব। নির্বাসিত আদিবাসীদের প্রত্যাবাসন, পুনর্বাসন এবং রাজনৈতিক ক্ষমতায়নের জন্য দেশ ও জম্মু ও কাশ্মীর ইউনিয়ন অঞ্চলে অর্থনৈতিক-রাজনৈতিক ঐক্য তৈরি করতে সহায়তা চাই। কাশ্মীরি পন্ডিতরা ধর্মীয় সংখ্যালঘুদের জাতিগত নিধনযজ্ঞের ষড়যন্ত্রের তদন্ত করতে এনআইএ প্রধান, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এবং আইবির পরিচালককে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান। ইন্ডিয়া ব্লু মস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।