Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব অপুকে ম্যানেজ করে ফিরিয়েছেন!

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অপু ফিরে আসায় মুখ খুলেছেন শাকিব। বেশ আড়ম্বরেই বলেছেন, আমি প্রতিবারই বলেছি অপু ফিরে আসবে। তার আড়ালে যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। সে দেশে এসে সবার সঙ্গে টুকটাক যোগাযোগ শুরু করছে। আমার মনে হয় সে শিগগির প্রকাশ্যে আসবে। তিনি বলেছেন, অপু যখন লোক চক্ষুর আড়ালে যায়, তখন থেকে গণমাধ্যমে তাকে নিয়ে ফলাও করে লেখালিখি হয়েছে। সবখানেই তার আড়ালে যাওয়াকে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে আমাকে দোষারোপ করা হয়েছে। তিনি বলেন, সমালোচকরা অনেক কথাই রটিয়েছেন। অপু তো ফিরেছে। তাহলে এখন সেসব সমালোচকরা মুখে কুলুপ এঁটেছেন কেন? তার এ কথার জবাবে অনেকেই বলছেন, শাকিব যদি জানতেনই অপু ফিরে আসবে তবে তিনি কেন বলেননি অপু কোথায় আছে? তিনি এতটা আস্থার সাথে কেন বলছেন, অপু ফিরে আসবে? নিশ্চয়ই তিনি জানতেন, অপু কোথায় আছে কেমন আছে এবং তার সাথে যোগাযোগ ছিল? বরং চলচ্চিত্রে এখন এ কথা বেশি প্রতিষ্ঠিত, শাকিব বারবার কলকাতায় গিয়ে অপুকে ম্যানেজ করে তাকে ফিরিয়ে এনেছেন। অপুর সাথে তার সমঝোতা হয়েছে। অনেকে বলেছেন, চলচ্চিত্রে নায়ক-নায়িকাদের নিয়ে যখন কোনো ঘটনা ঘটে, তখন বিভিন্নভাবে তা ঢাকার চেষ্টা করেন। সকালে এক কথা বললে, বিকেলে আরেক কথা বলেন। তবে এ কথাও প্রচলিত যে, শাকিবের সঙ্গে রাগ করেই অপু নিরুদ্দেশ হয়েছিলেন। তার সাথে বিয়ে হয়েছে বলেও অপু বলেছেন। অপুর এসব কথায় শাকিব বেশ বিপাকে পড়েন। তখন থেকেই অপুকে ম্যানেজ করার জন্য তিনি উঠেপড়ে লাগেন। দীর্ঘ দিনের প্রচেষ্টায় অপুকে ম্যানেজ করতে সক্ষম হয়েছেন। এখন অনেকে ধারণা করছেন অপু যদি সংবাদ সম্মেলন করে বলেন, শাকিবের সাথে তার বিয়ের বিষয়টি ছিল বানোয়াট, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ শাকিবের দ্বারা তিনি ম্যানেজড হয়েছেন। আর শাকিবও বেশ চওড়া গলায় বলা শুরু করেছেন, আমি জানতাম অপু ফিরে আসবে।



 

Show all comments
  • Nasim ৩০ জানুয়ারি, ২০১৭, ১০:৪১ এএম says : 0
    dekha jak press conference e tara ki bolen
    Total Reply(0) Reply
  • JUBAYER AHMED ২৭ এপ্রিল, ২০১৭, ১১:১৬ পিএম says : 0
    আসলে শাকিব সব জানেন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ