Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শহীদের চিকিৎসা হবে মেলবোর্নে

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সর্বশেষ আসরে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন ঢাকা ডায়নামাইটস পেস বোলার মোহাম্মদ শহীদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলের ম্যাচে গত ২৬ নভেম্বর ফিল্ডিংয়ের সময়ে পেলেন চোট। প্রথমে পায়ের ল্যান্ডিংয়ে সমস্যা মনে হলেও পরবর্তীতে হাঁটুর লিগামেন্টে ধরা পড়েছে বড় ধরনের ইনজুরি। এই ইনজুরি ছিটকে ফেলেছে তাকে নিউজিল্যান্ড সফরের দল থেকে। পুনর্বাসন প্রক্রিয়ায়ও শহীদকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি বিসিবি’র চিকিৎসক দল গত ২ মাসেও। জাতীয় লীগের শেষ রাউন্ডগুলো করেছেন মিস। বাংলাদেশ ক্রিকেট লীগের চলমান আসরেও খেলতে পারছেন না নারায়ণগঞ্জের এই পেস বোলার। পরিস্থিতির মুখে অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্য বিশেষজ্ঞ ডা. ডেভিড ইয়াং এর কাছে পাঠাতে হচ্ছে তাকে। পাঁচ পাঁচবার মাশরাফির হাঁটুর লিগামেন্টে জটিল সার্জারি করেছেন যে চিকিৎসক, সেই সার্জন ডা. ডেভিড ইয়াং এর কাছে শহীদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি শেষ পর্যন্ত। গতকাল বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী দিয়েছেন এ তথ্যÑ ‘শহীদ পায়ে চোট পাবার পর প্রায় এক মাস আমরা এখানে ওর নিবিড় পুনর্বাসনের চেষ্টা করছি। কিন্তু মনে হচ্ছে, নিবিড় পুনর্বাসনে ও পুরোপুরি ইনজুরি কাটিয়ে উঠতে পারবে না। সেজন্য ওকে আমরা অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি আগামী সপ্তাহে ও অস্ট্রেলিয়ায় যাবে। সেখানে ওর অবস্থা পরীক্ষা করে দেখবেন আমাদের পুরানো বন্ধু ডা. ডেভিড ইয়াং। যদি সার্জন মনে করেন, অস্ত্রোপচার প্রয়োজন, তাহলে সেখানেই তার অস্ত্রোপচার হবে। এসিএল রিকন্ট্রাকশন ইনজুরি সাধারণত পাঁচ মাসের মতো সময় নেয়। অস্ত্রোপচার না লাগলে আমরা আরও এক থেকে দেড় মাস সময় নেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ