Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোস্তফা শহীদের জানাজা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক সমাজকল্যাণমন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী কফিনে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে মরহুমের কফিনে পুনরায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের সিনিয়র নেতারা এবং সংসদ সদস্যবর্গও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী পরে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত¦না দেন। এর আগে প্রেসিডেন্ট আবদুল হামিদের পক্ষে তাঁর উপ-সামরিক সচিব শহীদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরহুম শহীদ হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। মোস্তফা শহীদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ডের একুশে পদক লাভ করেন। নামাজে জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় সংসদ মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক খান, ড. আবদুর রাজ্জাক এবং আবুল হাসনাত আবদুল­াহ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্্সানুল করিম, হুইপগণ এবং সংসদ সদস্যবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোস্তফা শহীদ দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শহীদের মৃতদেহ নামাজে জানাজা শেষে বারডেম হাসপাতালের মরচ্যুয়ারিতে রাখা হয়েছে। শুক্রবার সকালে তার লাশ হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক দফা নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোস্তফা শহীদের জানাজা অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ