Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকার হার

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্ট ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার যাত্রাটা শুরু হলো হার দিয়ে। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার কাছে তারা হেরেছে আট উইকেটের বিশাল ব্যবধানে। টস হারা লঙ্কানদের প্রথমে ব্যাটে পাঠিয়ে ৪৮.৩ ওভারে ১৮১ রানে আটকে দেয় প্রটিয়ারা। সর্বোচ্চ ৬২ রান করেন কুসল মেন্ডিস। তিনটি করে উইকেট নেন ইমরান তাহির (৩/২৬) ও ওয়েন পার্নেল (৩/৪৮)। এ ছাড়া ক্রিস মরিস নেন দুই উইকেট। জবাবে ৩৪.২ ওভারে দুই ওপেনার ডি কক (৩৪) ও হাশিম আমলাকে (৫৭) হারিয়ে লক্ষে পৌঁছে যায় স্বাতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান হলেনÑ অধিনায়ক ডু প্লেসি (৫৫*) ও এবি ডি ভিলিয়ার্স (৩০*)। ম্যাচ সেরা হন তাহির। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ডারবানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকার

২৯ জানুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ