মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলংকার রাজধানী কলম্বোর কাছে সামরিক বাহিনীর একটি অস্ত্র গুদামে সিরিজ বিস্ফোরণের পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। কলম্বোর সালাওয়া সেনানিবাসের ছয় কিলোমিটারের মধ্যে বসবাসরত লোকজনকে ঘরবাড়ি ছাড়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকার লোকজনকে নিরাপত্তার জন্য স্কুল-কলেজ ও মন্দিরে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে বলেছে, গোলা বারুদের গুদামে বিস্ফোরণের পর সেটি ১২ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। সেনাবাহিনীর মুখপাত্র জয়ানাথ জয়াভিরা জানিয়েছেন, আগুনে নিভানো হয়েছে তবে এখনো বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সে কারণে আমরা লোকজনকে দূরে থাকার জন্য পরামর্শ দিচ্ছি। শ্রীলংকা সরকারের মুখপাত্র রাজিথা সিনারতেœ জানিয়েছে, বিস্ফোরণের কারণ পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, এটি যেহেতু সামরিক বাহিনীর বিষয় সে কারণে তারাই ঘটনার তদন্ত করে দেখবে যে, এটি নিতান্তই বিস্ফোরণ নাকি অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।