মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলংক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে দেশের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট। শুক্রবার সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে এ ঘোষণাটি আসে। খবর আলজাজিরা, বিবিসি।
প্রেসিডেন্ট সিরিসেনার অনুগত একটি বেসরকারি টেলিভিশন শুক্রবার মাহিন্দ রাজাপাকসের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করে।
এদিকে রানিল বিক্রমাসিংহ তাকে বরখাস্তের বিষয়টি অবৈধ বলে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘হাউসে এখনও আমার প্রতি সকলের আস্থা রয়েছে। আমিই প্রধানমন্ত্রী এবং হাউসে আমারই সংখ্যাগরিষ্ঠতা বেশি। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে সরিয়ে দেয়া সম্পূর্ণ অবৈধ।’
এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভিরা বলেন, ‘এটি একটি গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান। প্রেসিডেন্ট সাংবিধানিকভাবে রানিলকে বরখাস্ত করতে পারেন না। তাই এখনও রানিলই প্রধানমন্ত্রী।’
উল্লেখ্য যে বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা ২০১০-১৪ শাসনামলে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের অধীনে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করতে রানিল বিক্রমাসিংহের সঙ্গে জোট বাঁধেন তিনি। রানিল বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনে তিনি শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
শুক্রবার হঠাৎ করেই সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) ঘোষণা দেয়, তারা বর্তমান সরকারের জোটটি ভেঙে দিতে চায়। তারপরই এ জোটের পতন ঘটে। খবরে বলা হয়, অর্থনৈতিক নীতি ও প্রশাসনিক বিষয় নিয়ে সিরিসেনা ও রানিলের মধ্যে বিরোধ চলছিল।
রানিল বলেছেন যে তিনি আদালতের আশ্রয় নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।