Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজের কোচ ল

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বরখাস্তের পর থেকেই খালি ছিল ওয়েন্টইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের কোচের আসনটা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সেই চেয়ারে মাশরাফি-সাকিব-তামীমদের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে বসাল ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়ান দলের দায়িত্ব পেয়ে ল বলেন, ‘দমন একটি সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে চমৎকার কিছু সময় কাটাতে পারব।’ ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ থেকে ২০১১ সালে দলটির পূর্ণদায়িত্ব নিয়ে তোলেন ২০১১ বিশ্বকাপের ফাইনালে। সেই বছরই জেমি সিডন্সের পদত্যাগের পর বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনেই বাংলাদেশ দল প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশে দলের কনসালটেন্টের ভ‚মিকায় ছিলেন তিনি। বাংলাদেশের পর অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন ল। গত বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের প্রধান কোচও ছিলেন ৪৮ বছর বয়সী অজি এই কোচ। দুই বছরের চুক্তিতে ফেব্রæয়ারির ১৫ তারিখ থেকে দলের সাথে যোগ দিবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইন্ডিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ