প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অনেক আগে থেকেই লেখালেখির অভ্যাস রয়েছে একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের। গল্প, কবিতা লেখার পাশাপাশি চলচ্চিত্রের বহু কাহিনীও রচনা করেছেন তিনি। কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবার নিজের দেশের শিল্প, সংস্কৃতি এবং নিজের জীবন কাহিনী লিখেছেন এটিএম শামসুজ্জামান। শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিতব্য এই বইয়ের নাম দিয়েছেন তিনি ‘শিল্প সংস্কৃতি ও আমার শিল্পী জীবন’। বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে লেখার পাশাপাশি বইটিতে উঠে এসেছে তার শিল্পী জীবনের কথা। তবে এটিএম শামসুজ্জামান জানান, বইটির আকার বড় নয় আবার খুব সংক্ষিপ্তও নয়। তবে বইটি যারা পড়বেন খুব অল্প কথায় বাংলাদেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবার পাশাপাশি তার শিল্পী জীবন সম্পর্কেও একটি ধারণা পাবেন। এটিএম শামুসজ্জামান বলেন, ‘শিল্পকলা একাডেমির আগ্রহেই এই বইটি লেখা। বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে লেখার পাশাপাশি একটি শিক্ষিত পরিবারে জন্ম নিয়েও কীভাবে আমাকে পরিবার থেকে ঘর থেকে বের হতে হয়েছে, কীভাবে আমাকে শিল্পীতে পরিণত হতে হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি পাঠকের ভালো লাগবে।’ শিগগিরই বইটি প্রকাশ হবে। এদিকে অভিনয় নিয়ে এটিএম শামসুজ্জামান বলেন, ‘এখন আর মন থেকে অভিনয় করি না। কারণ মনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। একসময় চলচ্চিত্র, নাটক, মঞ্চ, নৃত্য মানুষ দারুণভাবে পছন্দ করতো। এসব থেকে মানুষ নিজের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতো। কিন্তু এখন আমরা এমন একটি সময়ে পৌঁছেছি যখন শুনতে হয় যে , আপনার চলচ্চিত্র বা নাটকটি দর্শক খুব খাইছে। শিল্প সংস্কৃতি যখন খাদ্যদ্রব্যে পরিণত হয় তখন এর অধঃপতন হয়। তাই আমার বিশেষ অনুরোধ যারা নাটক, চলচ্চিত্র’র গল্প রচনা করেন তারা যেন ভাষার দিকে মনোযোগী হন, পাশাপাশি যারা নির্মাণ করেন তারাও যেন মনোযোগ দিয়ে নিজের কাজটি নির্মাণ করেন দেশ-দর্শকের কথা ভেবে। তা না হলে দেশের সার্বিক শিল্প সংস্কৃতির উন্নতি হবে না।’ এদিকে তার অভিনীত একমাত্র ধারাবাহিক নাটক হচ্ছে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’। এটি নিয়মিতভাবে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৯.০৫ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।