Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসান-অমিতের সেঞ্চুরিতে শুরু চায়না-বাংলা ক্রিকেট

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা : প্রথম ম্যাচেই জোড়া সেঞ্চুরিতে সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্ট। হাসানুজ্জামান ও অমিতের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৩৫ রানের বিশাল জয় পেয়েছে মুন্সীপাড়া যুবসংঘ। গতকাল সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার হাসানুজ্জামানের ৬০ বলে ১০৮ ও মিডল অর্ডার অমিতের ৮৭ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে মুন্সীপাড়া যুবসংঘ। টুটুল ৮ ওভারে ৪৮ রান দিয়ে নেন ৫টি উইকেট। ৩০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩১.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় শ্যামনগর ক্রিকেট একাডেমি। রাজিবুল ৪২ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। তাপস ৮ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৩টি ও নিশিথ ৩ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। ম্যাচ সেরা নির্বাচিত হন মুন্সীপাড়া যুবসংঘের হাসানুজ্জামান। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ