Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ মহসীনের চতুর্থ একক অ্যালবাম

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী শেখ মহসীন দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে বিচরণ করছেন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে গত বছর প্রকাশিত তার একক অ্যালবাম ময়না শ্রোতাদের মন জয় করে। জি-সিরিজ থেকে প্রকাশ পাওয়া এ ফোকনির্ভর অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা চলে। ময়না শিরোনামের গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে শ্রোতা-দর্শকের মাঝে। এ ধারাবাহিকতায় নিজের নতুন একক অ্যালবাম করেছেন মহসীন। এবার আধুনিক ফোক গান নিয়েই নিজের এ অ্যালবামটি সাজাচ্ছেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবাম। অ্যালবামে আটজন গীতিকারের লেখা সব গানের সুর করছেন শেখ মহসীন নিজে। আর সংগীতায়োজনে রয়েছেন সচী শামস। গীতিকাররা হলেন শহীদুল্লহ ফরায়েজি, অনুরুপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, ফয়সাল রাব্বেকিন, এন আই বুলবুল এবং সাঈদ রহমান। মহসীন বলেন, আমি কখনোই তড়িগড়ি করে কিছু করতে পছন্দ করিনা। সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি। দেশের জনপ্রিয় গীতিকবিরা এখানে গান লিখছেন। বেশির ভাগ গানই আধুনিক ফোক। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ