বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে পরিবর্তন করা হয়েছে। এর ফলে একই কেন্দ্রে বোর্ড মনোনীত একজন ও স্থানীয় উপজেলা প্রশাসনের একজন কেন্দ্র সচিব রয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে পাবলিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব পরিবর্তনকে ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে এ পরিবর্তনের উদ্দেশ্য ও লক্ষ্যকে ঘিরে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, জেলার প্রত্যন্ত অঞ্চলে এ বিদ্যালয়টি অবস্থিত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যেমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ও দিনাজপুরের অধীনে এ বিদ্যালয়ে ১৯৮৬ খ্রিঃ হতে এসএসসি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীনে ২০১০ খ্রিঃ হতে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ড এর যার ক্রমিক নং-৮৯/৫, কেন্দ্র কোড-৬০৬, কেন্দ্রের নাম ডোমার-বি, বিদ্যালয়ের নাম চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের ওই কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওই বিদ্যালয়ে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আগামী ফেব্রæয়ারী মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড ওই বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষককেই কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বোর্ড এর আদেশে আদিষ্ট হয়ে পরীক্ষা কার্যক্রম শুরু করেন। আবার অপরদিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে কেন্দ্র সচিব পরিবর্তন করা হয়েছে বলে তাকে জানানো হয়। তবে সচিব পরিবর্তনে বোর্ডের কোন প্রকার অনুমতি নেই। এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, শিক্ষক ও কতিপয় প্রভাবশালীর যোগসাজশে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে পরীক্ষা শুরুর কয়েক দিন আগে বোর্ডের অনুমতি বা অবহিতকরণ ছাড়াই স্বার্থান্বেষী মহলের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে অভিযোগে প্রকাশ। জনমনে প্রশ্ন উঠেছে, পরীক্ষা গ্রহণে বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে কতিপয় ব্যক্তি স্বার্থ রক্ষার এ কর্মযজ্ঞকে ঘিরে। এলাকাবাসীর প্রশ্ন সংশ্লিষ্ট প্রশাসনের এ ব্যস্ততাকে ঘিরে। দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম জানান, বিধি মোতাবেক যে বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। যদি না ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের কোন প্রকার নিষেধাজ্ঞা থাকে। চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোর্ডের কোন নিষেধাজ্ঞা না থাকায় তাকেই কেন্দ্র সচিবের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে কোন ভিত্তিতে কেন্দ্র সচিব পরিবর্তন করেছেন তা বোর্ড জানে না এবং তিনি এখনো এ ব্যাপারে বোর্ডকে অবহিত করেননি। তাই বোর্ডের সিদ্ধান্ত মতে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনে ওই প্রধান শিক্ষকের কোন বাধা নেই। জানা যায়, ওই কেন্দ্রে এখন বোর্ডের একজন কেন্দ্র সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার একজন কেন্দ্র সচিব রয়েছেন। এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা বোর্ডের কোন নিষেধাজ্ঞা চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেই স্বীকার করে উত্তেজিত হয়ে জানান, যা কিছু করেছি বিধি মোতাবেক করেছি এর বেশী তিনি বলতে রাজি হননি। এ ব্যাপারে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বোর্ড আমাকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে আমাকে জানানো হয়েছে কেন্দ্র সচিব পরিবর্তন করা হয়েছে। তবে এখনো বোর্ডের কোন চিঠিপত্র পাই নি। এ ব্যাপারে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগমের সাথে গত দুই দিন ধরে যোগাযোগ করা হলেও তিনি নিয়মিত অফিসে না আসায় ও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
ইসলামী সমাজ ও ইমাম সমাজের সম্মেলন আজ
স্টাফ রিপোর্টার ঃ “সমাজ ও রাষ্ট্র পরিচালনায় রসূল হযরত মুহাম্মদ (সা.) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতি” বিষয়ে এবং সকল মানুষের সার্বিক কল্যাণে ইসলামী সমাজ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২৭ জানুয়ারি শুক্রবার, বিকাল ৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে “ইসলামী সমাজ” এক আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন ‘ইসলামী সমাজ’এর আমির হযরত সৈয়দ হুমায়ূন কবীর।
ইমাম সমাজ বাংলাদেশ
জাতীয় ইমাম সমাজ বংশাল-এর উদ্যোগে ২ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, আজ বিকাল ৩টায় আগা সাদেক রোডস্থ বাংলাদেশ মাঠে (সাবেক পাকিস্তান মাঠ) অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।