Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাততলা থেকে লাফিয়ে একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ফ্রান্সের মুনত্রেই শহরে একটি ভবনের সাত তলা থেকে একই পরিবারের ৫ জন লাফিয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিজেদের অ্যাপার্টমেন্টের দরজায় পুলিশের আওয়াজ পাওয়ার পর বারান্দা থেকে নিচে লাফ দেন তারা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। তবে কেন তারা এ ঘটনা ঘটালেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, নিহতরা হলেন- বাড়ির কর্তা (৪০), তার স্ত্রী (৪১), স্ত্রীর যমজ বোন, এই দম্পতির আট বছরের মেয়ে ও ১৫ বছরের ছেলে। ছেলেটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশের মুখপাত্র জ্যাঁ ক্রিস্টোফ সাউতেরেল বলেন, সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের দেখে ওই পরিবার বারান্দা থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারেনি। এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মুখপাত্র জানান, সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। এএফপি।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৭ মার্চ, ২০২২, ৩:৫৫ এএম says : 0
    এই ভাবে মরে শেষ হয়ে যাও,রাশিয়ার পারমাণবিক বোমা খরছ করতে হবে না,সুন্দর সিদ্ধান্ত সবাই মরে জমিন খালি করে দাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ