Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

একই দিনে হার-জিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুব অলিম্পিক গেমস হকির বাছাইপর্বে একই দিন হার-জিত দেখলো বাংলাদেশ। বাংলাদেশের জন্য অম্ল-মধুর একদিন গেল বৃহস্পতিবার। একই দিনে জিত-হার দু’টোই দেখেছেন লাল সবুজের যুবারা। আগের দিন ফাইভ-এ সাইড টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারানোর পর গতকাল সকালে কম্বোডিয়াকে ২০-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ। তবে বিকালের ম্যাচেই মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় লাল-সবুজরা। টুর্নামেন্টের সেরা দু’টি যাবে আর্জেন্টিার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিতব্য ইয়ুথ অলিম্পিকে। এ লক্ষ্য বাংলাদেশেরও। তাইতো বিকেএসপির সেরা একটি দল পাঠানো হয়েছে লক্ষ্য পূরনের জন্য। বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে হারায় ২০-০ গোলে। ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাতটি গোল করেন মোহাম্মদ আলম। এছাড়া রকিবুল চারটি, সারোয়ার শাওন তিনটি, প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন দুটি করে এবং মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল করেন। তবে বিকালেই মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয় বাংলাদেশকে। মালয়েশিয়ার রসদি চারটি ও আনোয়ার তিনটি গোল করেন। তবে বাংলাদেশের হয়ে সারোয়ার দু’টি এবং আলম ও সোহানুর একটি করে গোল শোধ দেন। আজ সকালে চাইনিজ তাইপে এবং বিকালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ