Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাদালের অপেক্ষায় ফেদেরার

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫ পেরিয়ে। বেশ কিছুদিন ধরে চোটও সার্বক্ষণিক সঙ্গী। তবে রজার ফেদেরার নামটির কাছে যে এগুলো কোন বাধাই নয়, তারই আরেকটি প্রমাণ মিললো গতকাল। দীর্ঘ লড়াইয়ের পর স্বদেশি স্তানিসøাস ভাভরিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের তারকা। মেলবোর্নের সেমি-ফাইনালে ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬ ও ৬-৩ গেমে জেতেন ১৮তম গ্র্যান্ড সø্যাম জয়ের লক্ষ্যে থাকা ফেদেরার।
বাঁ হাটুর চোটের কারণে ছয় মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে আসা ফেদেরারের সর্বশেষ গ্র্যান্ড সø্যাম জয় ২০১২ সালের উইম্বলডন। অস্ট্রেলিয়ার কেন রোজওয়ালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড সø্যামের ফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী সুইস ম্যাস্ট্রো। ১৯৭৪ সালে রোজওয়াল ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন ৩৯ বছর বয়সে। ক্যারিয়ারে পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেনের জন্য আগামী রোববার কোর্টে নামবেন সপ্তদশ বাছাই ফেদেরার। সর্বশেষ ২০১০ সালে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলেন।
এদিকে, দারুণ ছন্দে এগিয়ে চলেছেন রাফায়েল নাদালও। মিলোস রায়োনিচকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছেন এই তারকা। মেলবোর্ন পার্কে কোয়ার্টার-ফাইনালে তৃতীয় বাছাই কানাডার রায়োনিচকে ৬-৪, ৭-৬ ও ৬-৪ গেমে হারান এই সú্যানিয়ার্ড। সা¤প্রতিক বছরগুলোতে চোটের সঙ্গে লড়াই করা নাদাল ২০১৪ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড সø্যামের সেমি-ফাইনালে উঠলেন। ১৪টি গ্র্যান্ড সø্যাম জয়ী নাদাল ফাইনালে ওঠার পথে শুক্রবার লড়বেন পঞ্চদশ বাছাই গ্রিগর দিমিত্রভের বিপক্ষে। বেলজিয়ামের দাভিদ গফিনকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন বুলগেরিয়ার দিমিত্রভ। ফরাসি ওপেনের আটবারের চ্যাম্পিয়ন নাদাল শেষ চারে জিতলে আগামী রোববারের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। এখানে চ্যাম্পিয়ন হলে চারটি গ্র্যান্ড সø্যামের সবকটিই দুইবার করে জেতা উন্মুক্ত যুগের প্রথম এবং ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হবেন নাদাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেদেরার

২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২১
১৩ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ