বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলা গোসিংগা ইউনিয়নাধীন পটকা গ্রাম থেকে অপহৃত কিশোরীকে (১৫) ৯০ দিন পর ২১ জানুয়ারি রাতে টাঙ্গাইলের পতিতালয় থেকে উদ্ধার করেছে তার পরিবার। এব্যাপারে শ্রীপুর থানায় তার মা আম্বিয়া খাতুন বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে জানা যায়, অপহৃতার পিতা শুক্কুর আলী একজন শারীরিক প্রতিবন্ধি এবং দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছেন। এই সুযোগে প্রতিবেশী মিলন মিয়া, মাজেদা তার কিশোরী কন্যাকে ফুসলিয়ে টাঙ্গাইলের জনৈক ছাদ্দামের নিকট ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। ছাদ্দাম পুনরায় টাঙ্গাইলের পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রয় করে। ভিকটিমকে গত তিন মাসে অমানসিক শারীরিক নির্যাতন করে যৌন শোষণে বাধ্য করে। সুযোগে পেয়ে ভিকটিম গত ২১ জানুয়ারি শনিবার রাতে তার বড় বোনের নিকট ফোন করে তার অবস্থান জানায়। পরে রাতেই তার পিতা-মাতা ও আত্মীয় স্বজন কিশোরিকে উদ্ধার করে। উদ্ধারকৃত ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে পাশবিক নির্যাতনের চিহ্ন রয়েছে। এব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।