Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার সমাজহিতৈষী নারী হোসনে আরা বেগমকে স্মরণ

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : নিরবে নিভৃতে অসহায় দুস্থ মানুষের জন্য যে মানুষটি কাজ করে গেছেন তিনি হলেন কুমিল্লার সমাজহিতৈষী নারী আলহাজ হোসনে আরা বেগম। ছিলেন সমাজসেবায় প্রচারবিমুখ ব্যক্তিত্ব। তিনি তাঁর সৎকর্মের মাধ্যমে কেয়ামত পর্যন্ত মানুষের মাঝে বেঁচে থাকবেন এমন বাক্যই উচ্চারিত হয়ে থাকে কুমিল্লার আপামর মানুষের মুখে। আলহাজ হোসনে আরা বেগমের প্রতিটি কাজকর্ম ছিল মানবকল্যাণমুখি। আজ ২২ জানুয়ারি সেই সমাজহিতৈষী নারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে কুরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে কুমিল্লা নগরীর চকবাজারস্থ বাসভবনে।
কুমিল্লা শহরের চকবাজার এলাকার সাদামাটা পরিবারের মেয়ে হোসনে আরা বেগম পরম ভালোবাসায় গৃহবধূ হয়ে আসেন একই এলাকার ব্যবসায়ি ফরিদ উদ্দিন আহমেদের ঘরে। সংসার জীবনে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে দাম্পত্য জীবন সুখময় করে তোলার নেপথ্যে হোসনে আরা বেগমের ভূমিকা ছিল অগ্রগণ্য। সংসার জীবনে ব্যবসায়ি স্বামীকে একদিকে অনুপ্রেরণা যুগিয়ে শীর্ষে উঠিয়েছেন। অন্যদিকে দুই হাতে একাই সামলিয়েছেন আট সন্তানকে ঘিরে একটি বড় সংসার। ধর্মীয় অনুশাসনের মধ্যদিয়ে ছেলেমেয়েদর লেখাপড়ায় শিক্ষিত করে তুলেছেন। আট সন্তানের সবাইকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। একজন আদর্শ মায়ের আঁচল ছায়ায় বড়ো হওয়া তাঁর সন্তানরা আজকে সমাজে সততার আলো ছড়াচ্ছেন। জীবদ্দশায় কেবল সমাজসেবাই নয়, যোগ্যসন্তান তৈরির ক্ষেত্রেও আলহাজ হোসনে আরা বেগম এ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত। একজন ধনাঢ্য স্বামীর সহধর্মিণী হওয়া সত্তে¡ও চালচলনে আলহাজ হোসনে আরা বেগম ছিলেন অতিসাধারণ। তাঁর মাঝে ছিল না কোন অহমিকা। তিনি তাঁর মমতাময়ী আচরণের মধ্যদিয়ে সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। মৃত্যুর চার বছরেও কুমিল্লার মানুষ পরোপকারি এ নারীকে ভুলতে পারেননি। তিনি যুগ যুগ স্মরণ হয়ে থাকবেন সবার মাঝে।
কুমিল্লায় সব ধর্ম-বর্ণের মানুষের অতি আপনজন ছিলেন নারী আলহাজ হোসনে আরা বেগম। সমাজের দুস্থ অসহায় বঞ্চিত মানুষগুলো হিতৈষী এ নারীকে তাদের মনে রতœগর্ভা মায়ের আসনে বসিয়েছিলেন। তাঁর স্মরণে নগরীর সংরাইশ এলাকার বৈরাগীপাড়ায় মহিলা মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ