Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬তম স্কয়ার গলফ সমাপ্ত

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হলো তিন দিনব্যাপী স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট। ১৬তম এ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অবঃ), রানার আপ হয়েছেন মিঃ এস এম আব্দুল্লাহ ফারাবি। আর লেডিস ইভেন্টে শিরোপা জিতেছেন মিসেস মমতাজ বেগম। গতকাল সন্ধ্যায় কুর্মিটোলা গফল ক্লাব ভবনের বেংকুয়েট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অবঃ), জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্নেল মোঃ আবদুল বারি (অবঃ), স্কয়ার গ্রæপের চেয়ারম্যান স্যামুয়্যেল এস চৌধুরী ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাপ্ত

৫ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ