পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), লে. জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বুধবার আইএসপিআরের এক বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতিযোগিতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় ৯ ই বেঙ্গল এর এনসি(ই) মো. তুহিন আল মামুন শ্রেষ্ঠ এ্যাথলেট এবং সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউপি ল্যান্স কর্পোরাল আব্দুল মোতালেব শ্রেষ্ঠ নবীন এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ মার্চ হতে শুরু হওয়া এই এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি ফরমেশনের অংশগ্রহণকারী এ্যাথলেটগণ বিভিন্ন ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়া নৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।