Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ন্যাটোর হুমকি বন্ধ হলে রুশ অভিযানের সমাপ্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩০ এএম

ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার প্রতি ন্যাটো সামরিক জোটের হুমকি বন্ধ হলেই মস্কোর সামরিক অভিযান শেষ হবে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সি পোলিশচুক এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। আলেক্সি পোলিশচুক বলেছেন, রাশিয়ার উদ্দেশ্যগুলো সম্পন্ন হলেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হবে। তার মধ্যে রয়েছে দনবাসের জনগণের শান্তিপূর্ণ সুরক্ষা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিবাদমুক্তকরণ। বিশেষ করে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার প্রতি ন্যাটোর হুমকি আসা বন্ধ করা। তবে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে ন্যাটো সামরিক জোট ঠিক কিভাবে হুমকি দিচ্ছে, সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। অবশ্য তার দাবি, ইউক্রেনে রুশ অভিযান পরিকল্পনা অনুসারে চলছে এবং সবগুলো লক্ষ্যে পৌঁছানো হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মে বিজয় দিবস উদযাপনের আগে উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন অর্জন করতে চায় রাশিয়া। কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর নতুন করে আক্রমণের অংশ হিসেবে রুশ বাহিনী এখন দনবাসে অগ্রসর হচ্ছে। প্রসঙ্গত, ইউক্রেনের দনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই আগ্রাসনকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটোর হুমকি বন্ধ হলে রুশ অভিযানের সমাপ্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ