Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুইডেন ইস্যুর সমাপ্তি টানতে বৈঠকের ডাক এরদোগানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০২ এএম

ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টির সমাপ্তি টানতে দুই দেশের নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের আগে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা করার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক উভয় দেশের কাছ থেকে পিকেকে সন্ত্রাসবাদী এবং তাদের সিরিয়ার শাখা ওয়াইপিজি এবং পিওয়াইডি’র বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান আশা করছে। স্থানীয় হাবার্তুক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কালিন বলেন, ‘এই শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার অর্থ এই নয় যে, আমরা আমাদের অবস্থান থেকে একধাপ পিছিয়ে যাচ্ছি।’ ইতোমধ্যে তুরস্ক নর্ডিক দেশ দুটির সাথে দুইটি বৈঠক করেছে। এবং ব্রাসেলসে উপ-পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনালের অংশগ্রহণে আগামী সোমবার মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে তৃতীয় বৈঠকে বসবে। কালিন বলেন, তুর্কি কর্মকর্তারা প্রতিপক্ষের কাছে তাদের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং তারা এর পরিবর্তন করবেন না। তিনি আরো বলেন, ‘আমরা তাদের বলেছি যে বল এখন তাদের কোর্টে।’ তুরস্ক আশা প্রকাশ করছে যে, দেশ দুটি এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, তিনটি দেশ যদি ব্রাসেলসে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারে, মাদ্রিদে তাদের বৈঠকটি আরো ফলপ্রসূ হবে। ডেইলি সাবাহ।



 

Show all comments
  • shirajumazum ২৯ জুন, ২০২২, ১১:১১ পিএম says : 0
    avoid them those are clicks despite of go for education help for others don't involve any fight un necessary which lost power of nations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন ইস্যুর সমাপ্তি টানতে বৈঠকের ডাক এরদোগানের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ