Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা জালালুদ্দিন আল ক্বাদরী বাতিলের বিরুদ্ধে আপোষহীন ছিলেন

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সাবেক খতিব, ইমামে আযম ও আ’লা হযরত গবেষণা পরিষদের উপদেষ্টা আল্লামা অধ্যক্ষ জালালুদ্দিন আল-কাদেরী (রহ.) এর স্মরণে গতকাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি আলহাজ সুফী মিজানুর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ মুফফত আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক ও মাওলানা মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন-গুণীজনদের শ্রদ্ধা না করলে সমাজে গুণী জন্মায় না। যারা র্ধম, দেশ, জাতি ও রাষ্ট্রের জন্য বিশেষ অবদান রাখেন তাদেরকে স্মরণ করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আল্লামা জালালুদ্দিন আল-কাদেরী শুধু একজন ব্যক্তির নাম নয় তিনি পরিপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিণত হয়েছিলেন। তাঁর ত্যাগ-তিতিক্ষা ও আদর্শ আজও আমাদেরকে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করছে। তিনি বর্ণচোরাদের মুখোশ উন্মোচন করে সঠিক আকিদা প্রতিষ্ঠায় সিদ্ধহস্ত এবং বাতিলের সাথে ছিলেন আপোষহীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ, ড. মুহাম্মদ আবদুল্লাহ আল মারূফ শাহ, অধ্যক্ষ কাজী মুহাম্মদ আবদুল আলীম রেজভী, বিশিষ্ট আইনজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম, অধ্যাপক এম এ মোমেন, মাওলানা আ.ন.ম মাসউদ হুসাইন আল-কাদেরী, মাওলানা মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ আবদুল মতিন, সাহেবজাদা ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ আবুল কাসেম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, ড. মুহাম্মদ নাছির উদ্দীন নঈমী। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ