Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে পিতা-পুত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: দোকানের বাকী টাকা চাইতে গিয়ে শ্রীপুরে মুদী দোকানী পিতা-পুত্রকে গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা ও দোকান ভাংচুর-লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এসময় গরম পানিতে দগ্ধ ব্যবসায়ী শাহ আলম ও তার পুত্র রাজীবকে রক্ষা করতে ব্যবসায়ীর স্ত্রী ফাতেমা এগিয়ে আসলে তাকেও বেধড়ক লাঠিপেটা করে গুরুতর জখম করে। আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন রঙিলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, মুলাইদ গ্রামের শাহ আলম রঙিলা বাজারের পশ্চিম পাশে নজরুল ইসলাম মার্কেটে মুদী ও চা’র দোকান দিয়ে ব্যবসা করেন। একই এলাকার সরকার দলীয় কথিত নেতা রিপন মিয়া গত বেশ কয়েকদিন যাবত তার দোকান থেকে প্রায় ২ হাজার টাকার মাল বাকীতে ক্রয় করে। শুক্রবার দুপুরে বাকী টাকা চাইলে রিপন কেটলিতে রাখা ফুটন্ত গরম পানি ব্যবসায়ী পিতা-পুত্রের শরীরে ঢেলে দিয়ে বলে “এই নে তোদের পাওনা”। এসময় তাদের আর্তচিৎকারে স্ত্রী ফাতেমা এগিয়ে আসলে রিপন তার স্ত্রীকেও বেধড়ক মারপিট করে এবং তার সহযোগী উজ্জল মিয়া ও রাসেল দোকানে ভাংচুর করে ক্যাশ বাক্সে রাখা নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুর

২০ সেপ্টেম্বর, ২০১৯
২৪ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ