Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউন্সারে শেষ বাংলাদেশ

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ১ম ইনিংস : ২৮৯/১০ (৮৪.৩ওভারে)
(১ম দিন শেষে)
শামীম চৌধুরী : বাউন্সার কতোটা ভোগাতে পারে বাংলাদেশ ব্যাটসম্যানদেরÑওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকুরকে আহত করে, মুমিনুলের পাঁজরে আঘাত দিয়ে প্রকারান্তরে বাংলাদেশ ব্যাটসম্যানদের সেই ভীতি গেছেন জেনে ট্রেন্ট বোল্ট। একই অস্ত্র প্রয়োগ করবেন ওয়েলিংটন টেস্টে, দিয়েছিলেন সে ঘোষণা। আর যথারীতি বাউন্সার এবং শর্ট বলে ভীতিকর অবস্থা তৈরি করে কাজের কাজটি করেছেন তিনি এবং তার বোলিং পার্টনার টিম সাউদি। তাতেই প্রথম দিনে শেষ বাংলাদেশ! ইনজুরি জর্জরিত দলে টেস্টে ব্যাটিংয়ে প্রাণ সাকিব, মুমিনুল, ইমরুলকে হারিয়ে অনন্যোপায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাক আপ বয়েজদের ওয়েলিংটন টেস্টে নামিয়ে দিয়ে বাউন্সার ভীতিতে তটস্থ হতে দেখেছে। সোহান, শান্ত’র অভিষেকে সৌম্য’র টেস্ট প্রত্যাবর্তন ম্যাচে বাংলাদেশ থেমেছে ২৮৯ রানে।
দিনের প্রথম পৌনে এক ঘন্টা এবং শেষ সেশনটি ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সাউদির দ্বিতীয় ওভারে স্কোয়ার লেগে খেলতে যেয়ে এবং বোল্টের ৬ষ্ঠ ওভারে মাহামুদুল্লাহ উইকেটের পেছনে ক্যাচ দেয়ায় ভর করেছিল শঙ্কা। তবে সে শংকা কেটে আর একটি বাংলাদেশ শো’র আভাস দিয়েছিলেন সৌম্য-সাকিব। তৃতীয় জুটিতে তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২৭ রানে বড় স্কোরের আলামত ছিল। এই জুটির ইতিবাচক ব্যাটিংয়ে প্রথম ঘণ্টায় বাংলাদেশ পেয়েছে ৫৮ রান, প্রথম সেশনে ১২৮ রানে ছিল ওয়ানডে মেজাজের ব্যাটিং। এই পার্টনারশিপের ১০০ পূর্ণ হতে লেগেছে মাত্র ১১৭টি বল!
ক্যারিয়ারের প্রথম ৩ টেস্টে ১০৭ রানে এই এরিনায় টিকে থাকা অসম্ভব বলে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে মনোযোগী ছিলেন যে ক্রিকেটার, ইমরুলের ইনজুরিজনিত অনুপস্থিতিতে সেই সৌম্য দেড় বছর পর প্রত্যাবর্তন টেস্টে পছন্দের পজিশন ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগকে করেছেন সদ্বব্যহার। ওয়ানডে স্টাইলে ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি উদযাপনে সৌম্য’র লেগেছে ৫৪টি বল। ৫২ রানের মাথায় গ্র্যান্ডহোমের বলে সিøপে রস টেলরের হাত থেকে বেঁচে সেঞ্চুরির স্বপ্নে ছিলেন বিভোর। কিন্তু হঠাৎ মনোসংযোগ হারিয়ে বোল্টের ফুল ডেলিভারিতে শর্ট কভারে নিজেকে দিয়েছেন সঁপে (১০৪ বলে ১১ বাউন্ডারিতে ৮৬ রান)। তার দেখাদেখি আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাকিব গ্র্যান্ডহোমকে এক ওভারে তিন তিনটি বাউন্ডারিতে অন্য একটি দিনের আভাস দিয়েছেন। ৬৫ বলে ফিফটি পূর্ণ করে সাউদির ডাউন দ্য লেগ পিচিং ডেলিভারি ছেড়ে না দিয়ে ফ্লিক করতে যেয়ে করেছেন ভুল, দিয়ে এসেছেন উইকেটের পেছনে ক্যাচ (৫৯)। ওয়েলিংটন টেস্টে উভয় ইনিংসে হাফ সেঞ্চুরিয়ান সাব্বির নিয়েছেন ওয়েলিংটনে ঝটপট বিদায়। বোল্টের শর্ট বলে সিøপে দিয়ে এসেছেন ক্যাচ (৭)।
২ তরুণ টেস্ট ডেব্যুটেন্ট সোহান এবং নাজমুল শান্ত অভিষেকেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিজ্ঞদের হারিয়ে বাংলাদেশ দল যখন পড়েছে বিপদে, তখন ৬ষ্ঠ জুটিতে ৫৩ রানে টিম ম্যানেজমেন্টকে করেছেন তারা আশ্বস্ত। ৪ এবং ৩৭ রানের মাথায় লাইফ পেয়ে টেস্ট অভিষেক ইনিংসে ফিফটির হাতছানি ছিল সোহানের। কিন্তু বোল্টের শর্ট বলে কট বিহাইন্ড তিনি (৪৭)। অতিরিক্ত রক্ষণাত্মক ব্যাটিংয়ে ৫৬ বলে ১৮ তে থেমেছেন শান্ত ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে।
শেষ সেশনে বাংলাদেশ ভুগেছে বাউন্সারে। এই সেশনে স্কোরশিটে ৬৪ রান উঠতে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। বোল্টের শর্ট বলে ২ বার আহত হয়েছেন দেড় বছর পর টেস্টে ফেরা টেল এন্ডার রুবেল হোসেন। প্রথমবার পেয়েছেন বাঁ হাতের তর্জনীতে চোট, দ্বিতীয়বার ডান হাতের কনুইয়ে পেয়েছেন আঘাত। পাল্লা দিয়ে বাউন্সারের লড়াইয়ে নিউজিল্যান্ড পেস জুটির শিকার বাংলাদেশের প্রথম ইনিংসে ৯ উইকেট। ২ মাস আগে হ্যামিল্টন টেস্টে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয়ার নায়ক সাউদি টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠতম বার ইনিংসে দেখা পেয়েছেন ৫ উইকেট (৫/৯৪)), সেখানে বোল্টের শিকার ৪টি (৪/৮৭)। তারপরও এই জুটির একটার পর একটা বাউন্সার, শর্ট ডেলিভারি প্রতিহত করে অদম্য মনোবলের পরীক্ষায় জিতে গেছেন টেল এন্ডার কামরুল ইসলাম রাব্বী। ৬৩ বলে ৩ রানে সংযম প্রদর্শনের দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাসকিনের ২৩ বলে ৮ রানকেও দিতে হচ্ছে ধন্যবাদ। ব্যাটসম্যানদের মতো তিনটি বাউন্ডারি শটে ২১ বলে ১৬ রান নিয়ে হাততালি পেয়েছেন রুবেলও। এই তিন টেল এন্ডারের কল্যাণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে প্রথম দিনটি পেরেছে কাটাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ