Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৭ এএম

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন জেলায় ইউনিয়ন পর্যায়ে দুই প্রধান দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর ঢাকার দূতাবাসগুলো। রোববার (১২ ফেব্রুয়ারি) দূতাবাসগুলো পৃথক টুইটে এ উদ্বেগ প্রকাশ করে।

দূতাবাসগুলো শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানায়।
উল্লেখ্য, শনিবার একই দিনে কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অনেক স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় দলের শতাধিক নেতা-কর্মী আহত হন।
নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে ‘নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ