প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘দাম লাগা কে হাইশা’ চলচ্চিত্রে নন্দিত জুটি আয়ুষ্মান খুরানা আর ভূমি পেদনেকার দর্শকদের বিনোদন দিতে আবার ফিরছেন। এবার তাদের চলচ্চিত্রের নাম ‘শুভ মঙ্গল সাবধান’।
এই চলচ্চিত্রটি প্রযোজনা করবে আনন্দ এল. রাইয়ের কালার ইয়েলো প্রডাকশন্স ব্যানার।
আয়ুষ্মান ভূমির সঙ্গে একটি ছবির সঙ্গে টুইট করেন : “আমার নতুন চলচ্চিত্রের নাম ঘোষণা করছি। সুন্দরি ভূমির সঙ্গে রহস্য, মজা আর পাগলামি ভরা ‘শুভ মঙ্গল সাবধান’। আনন্দ রাই, এরোস নাউ, আর ইয়েলো প্রডাকশন্সের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
জানা গেছে ‘শুভ মঙ্গল সাবধান’ ফিল্মটি আর এস প্রসন্ন পরিচালিত তামিল ‘কল্যানা সামায়াল সাধম’ ফিল্মটির রিমেক।
“আমাদের পরবর্তী ফিল্ম আসছে। ‘শুভ মঙ্গল সাবধান’ ফিল্মে আয়ুষ্মান আর আনন্দ এল. রাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি,” ভূমি টুইট করেছেন।
এটি আয়ুষ্মান-ভূমি জুটির তৃতীয় চলচ্চিত্র। তাদের ‘মানমার্জিয়া’ চলচ্চিত্রটির নির্মাণ প্রথম শিডিউলের পর স্থগিত আছে বলে জানা গেছে।
‘শুভ মঙ্গল সাবধান’ এই বছরের কোনও এক সময় মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।