Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘর গোছাচ্ছে সাইফ স্পোর্টিং!

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সদ্য সমাপ্ত মার্সেল চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) খেলার যোগ্যতা অর্জন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বিপিএলের নতুন মৌসুম আসতে বাকি আরো কয়েক মাস। অথচ এরই মধ্যে নিজেদের ঘর গোছানো শুরু করে দিচ্ছে ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগেই তারা সার্বিয়া ও মন্টিনোগো থেকে ফুটবলার উড়িয়ে এনে শক্তিশালী দল গঠনের আগাম প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সার্বিয়ান নিকোলো কাভাজোভিচকে। চ্যাম্পিয়নশিপ লিগে কোচ হিসেবে সাইফ স্পোর্টিংয়ের ডাগআউটে ছিলেন এই নিকোলোই। শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক এই কোচের অধীনেই প্রিমিয়ার লিগের প্রস্তুতি সারবে দলটি। নিকোলো কাভাজোভিচ তার সহকারী হিসেবে তালিকায় রেখেছেন স্বদেশী মার্ক ভাচলিভিচকে। ফিনটেস কোচ সারেন জোভানোভিচ এবং গোলরক্ষক কোচ হিসেবে লিজা ওরলোভিচবে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের। এ ছাড়া মন্ট্রিনেগ্রোর প্রথম বিভাগের ক্লাব এফকে ডিসিতে খেলা ফরোয়ার্ড সারা গারদাসভিচ এবং কাজাকিস্তান লিগে খেলা মিডফিল্ডার গোরান অবরাদোভিচ ও সেøাভাকিয়ার ভিলাম মার্কোকে দলে ভেড়ানোর ইচ্ছা রয়েছে তাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ