বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আধিপত্য বিস্তার ও হলের রুম দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়ের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় সোহরাওয়ার্দী হলের মাঠে বিজয় গ্রুপের দুই নেতা সাখাওয়াত হোসেন এবং আল আমিনের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান বলেন, আলাওল ও এফ আর থেকে কয়েকজন সোহরাওয়ার্দীতে আক্রমণ করে প্রভোস্টের রুম, অফিসকক্ষ এবং শিক্ষার্থীদের ১ টি রুম ভাঙচুর করে। প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে গুরুতর আহত কাউকে পাওয়া যায়নি।"
বিজয় গ্রুপের এক পক্ষের নেতা সাখাওয়াত হোসেন বলেন, মূলত এখানে হলের টেন্ডারের টাকার জন্য জুনিয়রদের উষ্কানি দেওয়া হচ্ছে। আজ সোহরাওয়ার্দীর মাঠে আমাদের জুনিয়ররা খেলার সময় তারা কেন্দ্রীয় মসজিদের দিক থেকে আতর্কিত হামলা করে।"
এই বিষয়ে জানতে আরেক পক্ষের নেতা আল আমিনকে মুঠোফোনে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।