বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধের ফার্মেসি, খাবারের দোকান ও অবৈধ যানবাহনে মালিকদের কাছ থেকে ৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছাদেকুর রহমান মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার লুৎফর রহমান জানান, উপজেলার বারবাজার এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান। এ সময় ভেজাল খাবার বিক্রির অভিযোগে একটি হোটেলকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে একটি ওষুদের ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা এবং হাইওয়েতে অবৈধভাবে নছিমন চালানোর অভিযোগে ৬ জনকে ২১০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও ছাদেকুর রহমান জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।