বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালীগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে যার জমি আছে কিন্তু ঘর নেই এরকম দুইটি পরিবারকে ঘর প্রদান প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক জানান, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে যার জমি আছে কিন্তু ঘর নেই এরকম ৫৩টি পরিবারকে সরকারী খরচে বারান্দা, টয়লেটসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে।
বুধবার দুপুরে উপজেলার বালীগাঁও গ্রামের নাজিমউদ্দিনের কন্যা নিলুফা বেগম ও কালু মিয়ার পুত্র দেলোয়ার হোসেন এর জমিতে ঘর নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়। চৌচালা টিনের ঘর, বারান্দা ও একটি টয়লেটসহ প্রতিটি ঘর নির্মাণে ১লাখ টাকা খরচ হবে। আগামী ৩০জুনের মধ্যে প্রতিটি পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আখতারুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।