Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে পৌর নাগরিকদের মতবিনিময় সভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫ কোটি টাকার কাজ প্রায় শেষের পথে। আরো প্রায় ৮ কোটি টাকার কাজের জন্য টেন্ডার আহব্বান করা হয়েছে। এছাড়াও জয়বায়ু প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা দিয়ে রাস্তায় সৌরবিদুৎ সড়ক বাতি এবং কুয়েত ফান্ড অব আরব দেশের সহযোগিতায় আরো ১০ কোটি টাকার টাকার উন্নয়ন কাজের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গতকাল রোববার কালীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নবিষয়ে এক মতবিনিময়ে মেয়র আশরাফুল আলম আশরাফ একথা বলেন। কালীগঞ্জ পৌর সভার আয়োজনে পরামর্শ ও মতবিনিময়ে শহরের ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনসহ পৌরসভার বিশিষ্ট ব্যাক্তিগন অংশগ্রহন করেনে। মেয়র আশরাফের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষধ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। সভাতে পৌর মেয়র আশরাফ আরো জানান এ পৌরসভার বড় ধরনের একটি বিদেশী সংস্থার অনুদান প্রকল্প পেতে প্রক্রিয়া চলছে। তাতে প্রায় ২’শ ৫০ কোটি টাকা উন্নয়নের জন্য পাওয়া যাবে। যা পেলে এই পৌরসভাকে দক্ষিনাঞ্চলের মধ্যে একটি মডেল পৌরসভায় রুপান্তর করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালীগঞ্জ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ