Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বিভাগ ক্রিকেটে সেরা বোলিং বাবুর

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোটার : ২০০৯ সালে প্রথম বিভাগ ক্রিকেটের এক ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন আলাউদ্দিন বাবু। গতকাল ৭ বছর আগের সেই রেকর্ড ভেঙে নতুন করে নিজের নামে লিখিয়ে নিয়েছেন আরেক বাবু। অনিল বাবুর রেকর্ডেই গতকাল ৫ উইকেটের জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাবুর বিধ্বংসী বোলিংয়ে ২৭.৪ ওভারে ৬২ রানেই গুটিয়ে যায় ট্যালেন্ট হান্টের ইনিংস। অনিল বাবু ৩০ রান দিয়ে নেন ৮ উইকেট। আলাউদ্দিন বাবুর উইকেট সংখ্যা ৮টি হলেও অনিলের রান কশ থাকায় এখন থেকে প্রথম বিবাগ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের মালিক এখন খেকে অনিল বাবুই। জবাবে মাত্র ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওল্ড ডিওএইচএস। দিনের অন্যান্য ম্যাচে ফতুল্লায় বিকেএসপিকে ৭ উইকেটে উদয়াচল, ফতুল্লা আউটারে কাকরাইল বয়েজকে ৪ উইকেটে অগ্রণী ব্যাংক, বিকেএসপি-থ্রিতে বাংরাদেশ বয়েজকে ৬৯ রানে রূপগঞ্জ টাইগার্স এবং বিকেএসপি-ফোরে বারিধারা ড্যাজলার্সকে ২ রানে হারায় শেখ জামাল ক্রিকেটার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ