Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো খলনায়ক সাকিব

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তিন মাস আগে চট্টগ্রাম টেস্টে অপরিণামদর্শী শটের পুনরাবৃত্তিই করে দেখিয়েছেন সাকিব। একটি ভুল শটের মাশুল কতটা হতে পারে, চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতেই দিয়েছিলেন সে আভাস সাকিব আল হাসান। দ্বিতীয় দিন শেষে ২২১/৫ স্কোর নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের সম্ভাবনা যেখানে প্রবল করেছে বাংলাদেশ দল, দারুণ স্বপ্ন নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেই স্বপ্নের মৃত্যু ঘটিয়েছেন সাকিব ইংল্যান্ড অফ স্পিনার মইন আলীকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাঁটা পড়ে! অবশিষ্ট ৫ জুটির কাছে যেখানে লিডের জন্য ৭২ রান কঠিন মনে হয়নি দ্বিতীয় দিন শেষে, সেখানে সাকিবের ওই আত্মহত্যায় শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ ২৭ রানে! জয়ের স্বপ্ন দেখা চট্টগ্রাম টেস্ট হেরে গেছে বাংলাদেশ ২২ রানে !
ওই ভুল শটে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সেই অতীত থেকেও শিক্ষা নিতে পারেননি। ওয়েলিংটনে নিজের ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরির ইনিংসকে (২১৭) বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসে রূপ দিয়ে পেয়েছিলেন বাহাবা। গতকাল ওয়েলিংটন টেস্টের শেষ দিনেও করেছেন মহা অপরাধ। দিনের অষ্টম বলে বাঁ-হাতি স্পিনার স্যান্টনারের বলকে স্কুপ করতে যেয়ে মিড অফে দিয়েছেন আত্মাহুতি (০)! দিনের শুরুতে তার ওই আত্মাহুতিতে ছিল অশনি সঙ্কেত, ওই আউটের মধ্য দিয়ে তাসের ঘরের মতো উড়ে গেছে বাংলাদেশÑ মাত্র ৯৪ রানে অবশিস্ট ৭ উইকেট হারানোয় চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ড পেয়েছে মামুলি চ্যালেঞ্জ। ২১৭ রানের যে চ্যালেঞ্জে স্বাগতিকরা জিতেছে ৭ উইকেটে। নিজের এবং দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ, মুশফিকুরের সঙ্গে পঞ্চম জুটিতে ৩৫৯ রানের রেকর্ড পার্টনারশিপে একগুচ্ছ রেকর্ডÑ সব জলাঞ্জলি দিয়েছেন সাকিব। রেকর্ডের ম্যাচে, রেকর্ড ইনিংসে পাশে অগৌরবের রেকর্ডটিও তার। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয় ইনিংসে ০ তে আউটÑ এমন অগৌরবের রেকর্ডে পাকিস্তানের শোয়েব মালিক ও ইমতিয়াজ আহমেদ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও এস এম নার্সের পাশে নাম লিখিয়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস, রেকর্ড পার্টনারশিপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোরে (৫৯৫/৮ডি.) হতে পারতেন হিরো। কিন্তু এক সর্বনাশা আউটে প্রথম ইনিংসের নায়ক হয়ে গেলন খলনায়ক।
তবে এই অপরিণামদর্শী শটে বাংলাদেশ শিবিরকে হতাশার সাগরে ডোবানোর পরও সাকিবকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে নন তামীমÑ ‘দিনটা কাটাতে হলে আমাদের স্বাভাবিক খেলতে হবে, তা জানতাম। অতি রক্ষণাত্মক হলে পড়তে হবে সমস্যায়, আবার অতি আক্রমণাত্মকও হওয়া যাবে না। একটু সময় নিয়ে ওরকম শট খেললে সবার জন্য ভালো হতো। বাঁ-হাতি স্পিনার বাতাসের অনুক‚লে বল করেছে, সাকিব যদি মনে করে এটা ঠিক ছিল, তাহলে আমি তার সঙ্গে একমতই।’
সাকিবকে ফিরিয়ে দিয়ে ম্যাচটি পুরোপুরি হাতের মুঠোয় নিতে পেরেছে নিউজিল্যান্ড। সাকিবকে দ্রæত ফিরিয়ে দিয়ে ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিতে কৌশলী হতে হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসÑ ‘সাকিব বাতাসের বিপরীতেও ভালো শট খেলছিল। তার বিপক্ষে বল যদি টার্ন করানো যায়, তাহলে দ্রæত ফেরানো সম্ভব। আমরা সেই ভুলের অপেক্ষাই ছিলাম। এই ভুলটিই সে করেছে। যা আমাদের জন্য দারুণ হয়েছে। কারণ সাকিব অসাধারণ একজন ক্রিকেটার, প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে সে।’
ডাবলের পর ডাক

ব্যাটসম্যান ১ম ইনি. ২য় ইনি. প্রতিপক্ষ ভেন্যু তারিখ
সোয়েব মালিক (পাকিস্তান) ২৪৫ ০ ইংল্যান্ড আবু ধাবি ১৩ অক্টো.২০১৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৪২ ০ ভারত অ্যাডিলেড ১২ ডিসে.২০০৩
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২১৭ ০ নিউজিল্যান্ড ওয়েলিংটন ১২ জানু.২০১৭
ইমতিয়াজ আহমেদ (পাকিস্তান) ২০৯ ০ নিউজিল্যান্ড লাহোর ২৬ অক্টো.১৯৫৫
ভিভ রিচার্ডস (উইন্ডিজ) ২০৮ ০ অস্ট্রেলিয়া মেলবোর্ন ২২ ডিসে.১৯৮৪
সিয়েমোর নার্স (উইন্ডিজ) ২০১ ০ অস্ট্রেলিয়া ব্রিজটাউন ৫ মে ১৯৬৫



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ