Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্মক্ষেত্রে নারী অনুপাত বৃদ্ধি করল বিক্রয় ডট কম

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালে জাতিসংঘের হি ফর সি ক্যাম্পেইনের প্রতিশ্রæতি পূরণের অংশ হিসেবে নারী কর্মীর অনুপাত ২৯ শতাংশ থেকে ৩৬ শতাংশে বৃদ্ধি করেছে বিক্রয় ডট কম। লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে ২০১৬ সালের শুরুতে নারীর ক্ষমতায়ন নীতিমালার জন্য জাতিসংঘ নারী ‘প্রবর্তিত সংহতি’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়েছিলো এই অনলাইন মার্কেটপ্লেস। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন বাড়াতে জাতিসংঘ ওমেন এবং জাতিসংঘ গেøাবাল কমপ্যাক্টের সমন্বয়ে নারীর ক্ষমতায়ন নীতিমালার এই উদ্যোগটি বিশ্বব্যাপী চালু হয়।
লিঙ্গ সমতা বিষয়ে মতামত প্রকাশ এবং বিক্রয়ের নারী কর্মীদের উৎসাহিত করতে ‘মনের জানালা’ সেশনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে আমন্ত্রণ জানানো হয়। বিক্রয় ডট কমের ‘মনের জানালা’ কর্মসূচির অধীনে বিভিন্ন সেশনের আয়োজন করে এবং এর নারী কর্মীদের অনুকূল পরিবেশ তৈরি ও পেশাগত অগ্রগতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের উদ্যোগ অব্যাহত রেখেছে। বাংলাদেশে পুরুষতান্ত্রিক কর্মক্ষেত্রে নারীর সাফল্য অর্জন করতে পরিবারের গুরুত্ব সম্পর্কে জাহানারা আলম বলেন, “আমি যা অর্জন করতে চাই তার জন্য সাহস অন্যতম একটি মূল বিষয়, কিন্তু শুধু সাহসই যথেষ্ট নয়।
একজন নারীর স্বপ্ন পূরণের জন্য পরিবারের সহযোগিতা অবশ্যই দরকার। এক্ষেত্রে আমি সৌভাগ্যবান যে, আমার লক্ষ্য অর্জনে আমি পরিবারের সহযোগিতা পেয়েছি”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মক্ষেত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ