বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সাথে দ্রুত খাপ খাওয়াতে ইন্টার্নশিপ কার্যকর অবদান রাখবে। এর মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে, যারা পরবর্তীতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়বে। গতকাল সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সিআরআই’র যৌথ উদ্যোগে আয়োজিত তরুণ শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপ কার্যক্রমের ওরিয়েন্টেশন ও ইতিমধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, ডেমোগ্রাফিক ডেভিডেন্টের সুবিধার সুফল দ্রুত পেতে আজকের তরুণদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে কর্ম পরিবেশের সাথে পূর্ব থেকেই ধারণা থাকলে আরো আস্থাশীল হয়ে সাবলীলভাবে কাজ করা যায়। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।