Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সরকারি গাছ কাটার অভিযোগ চার দিনেও আমলে নেয়নি পুলিশ!

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে চার দিনেও বন কর্মকর্তার দেয়া গাছ কাটার লিখিত অভিযোগটি রহস্যজনকভাবে আমলে নেয়নি পুলিশ। গত ১২ জানুয়ারি উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল হাসান পাঠান চরচন্ডি নদী চরের সরকারি তিনটি রেন্ট্রি গাছ কাটার অভিযোগ এনে থানায় ওই অভিযোগটি দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার সাথে আসামি পক্ষের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় উৎকোচ নিয়ে অভিযোগটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। অভিযোগে ছত্তিশ গ্রামের মৃত জফর আলীর পুত্র আব্দুর রউফকে অভিযুক্ত করা হয়। অভিযোগ দায়েরের পর শুক্রবার জেলা বন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে শনিবার বিকেলে ওই তিনটি কাটা গাছের বিভিন্ন মাপের ২১ পিস গাছের টুকরো জব্দ করে তার হেফাজতে রেখেছেন বলে দাবি করেন বন কর্মকর্তা মঞ্জুরুল হাসান পাঠান। কিন্তু ওই গাছগুলো জব্দ করে বন কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে দাবি করছে পুলিশ। পুলিশ ও বন কর্মকর্তার কাছ থেকে এমন পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গত ৩১ ডিসেম্বর নদীর চর থেকে অবৈধভাবে লাখ টাকা মূল্যের ওই তিনটি রেন্ট্রি গাছ কাটেন আব্দুর রউফ। গাছগুলো কাটার ঘটনায় গত ৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র সুহেল মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ